মীড় : এটি রাগ সঙ্গীতের এক প্রকার আলংকারিক ক্রিয়া। কোনো রাগের গান গাইতে অবরোহী গতিতে কোনো স্বর হতে তার পরবর্তী বা একাধিক স্বর ডিঙিয়ে যে কোনো স্বরে ছোঁয়া-ছোঁয়াভাবে গড়িয়ে পড়লে যে আলংকারিক ক্রিয়া নিষ্পন্ন হয়, সেই ক্রিয়াকেই মীড় বলে। যেমন-ইমন রাগে ‘পা হতে রে’ , বাগেশ্রীতে ‘ধা হতে মা’ ।
গমক: রাগ সঙ্গীতে এটিও একপ্রকার আলংকারিক ক্রিয়া। আরোহী বা অবরোহী গতিতে এক স্বর হতে অন্য স্বরে পৌঁছার সময় শেষোক্ত স্বরে একটি ধাক্কার বেগ সৃষ্টি করাকেই গমক বলে। কিন্তু ধাক্কাটি কোথা হতে উৎপন্ন হয়, তা বলা খুবই শক্ত। তবে যে স্বরে গিয়ে শেষ হয় সেটি স্পষ্টই বোঝা যায়। যেমন বাগেশ্রী রাগের অবরোহী আলাপ ‘সা-া ণ-ধা-া মা’। এখানে শেষের ‘ধা’ হতে ‘মা’ স্বর পৌঁছার পূর্বে একটি ধাক্কা দেওয়া হয়।
গিটিকিরি: গিটকিরি সুরের অলংকার বিশেষ। কম্পন ও পাশাপাশি স্বরের দ্রুত সংমিশ্রণে যে মাধুর্য সৃষ্টি হয়, তকে গিটকিরি বলে।
0 comments:
Post a Comment