দাদরা : ৬ মাত্রা ( তিন-তিন মাত্রা ছন্দে)
ধা ধি না / ধা থু না
কাহারবা: ৮ মাত্রা ( চার-চার মাত্রা ছন্দে)
ধা গে তে টে / না গে ধি না
একতাল : ( তিনটি তালাঘাত ও একটি ফাঁক)
ধিন ধিন ধা / ধা থুন না / কৎ তা ধাগে / তেটে ধিন্ ধা
ত্রিতাল: ১৬ মাত্রা ( চার-চার মাত্রা ছন্দে)
ধা ধিন্ ধিন্ ধা / না ধিন্ ধিন্ ধা / না তিন্ তিন্ তা / তেটে ধিন্ ধিন্ ধা
ঝাঁপতাল : দুই-তিন, দুই-তিন মাত্রা ছন্দে
ধি না/ ধি ধি না/ তি না / ধি ধি না
তেওড়া: ফাঁকবিহিন তাল, (তিন-দুই-দুই ছন্দে) তিনটিই তালাঘাত, কোন ফাঁক নাই
ধি ধি না/ ধি না / ধি না
সুরফাঁক/ সুলতাল:
ধা ধা/ দেন তা / কেটে ধা / তেটে ধা / তেটে কতা/ গদি ঘেনে
0 comments:
Post a Comment