Loading...

Pages

Monday, November 19, 2012

শাস্ত্রীয় সংগীতের অগ্রযাত্রাকে অভিনন্দন


প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত ‘বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত ‘বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা
ছবি: প্রথম আলো

Friday, November 2, 2012

সুরের আলোয় জীবন চলা


সুরের আলোয় জীবন চলা

জিয়াউর রহমান চৌধুরী

সুরের আলাপে মগ্ন দুই বোন অন্তরা ও মহুয়া সুরের আলাপে মগ্ন দুই বোন অন্তরা ও মহুয়া
বাবা ওস্তাদ আফজালুর রহমান ছিলেন জন্মান্ধ। তাঁর দুই মেয়ে মহুয়া ও অন্তরাও তা-ই। বাবার মতোই সংগীতেও দারুণ পারঙ্গম দুই বোন। সংগীতই তাঁদের ধ্যানজ্ঞান। বাবার প্রতিষ্ঠা করা বিদ্যালয়ে শত শত শিক্ষার্থীর মধ্যে দুই বোন ছড়িয়ে দিচ্ছেন সুরের আলো

ওস্তাদ আফজালুর রহমান


বাবা ওস্তাদ আফজালুর রহমানের সঙ্গে অন্তরা ও মহুয়াুরের আলো বাবা ওস্তাদ আফজালুর রহমানের সঙ্গে অন্তরা ও মহুয়াুরের আলো
ফকির আলাউদ্দিন খান, আফতাবউদ্দিন খানের জন্মভূমি তিতাসপাড়ের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় জন্মেছেন মরমি সংগীতসাধক আফজালুর রহমান। ১৯৩৫ সালে। আফজালুর রহমানের এক আত্মীয় রকিবউদ্দিন আহমেদ, বালক বয়সেই আফজালুর রহমানের হাতে বেহালা তুলে দেন। শৈশবে ওস্তাদ

Monday, April 30, 2012

শাস্ত্রীয় সংগীত উন্মুক্ত থাকাই ভালো


পণ্ডিত অজয় চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তী
ছবি: সাহাদাত পারভেজ
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুরু। বেঙ্গল ফাউন্ডেশনের আমন্ত্রণে গত শনিবার সকালে ঢাকায় এসেছেন তিনি। ওই দিন সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের বাড়িতে তাঁর সাক্ষাৎকারটি নিয়েছেন হারুন আল রশীদ

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls