Loading...

Pages

Monday, June 6, 2011

প্রথম বর্ষ পরীক্ষার সিলেবাস


বুলবুল ললিতকলা একাডেমী
বেহালা পাঠ্যক্রম

প্রথম বর্ষ :
তত্ত্বীয় : বেহালার ইতিহাস ও আবিষ্কার, চিত্রসহ তার বিভিন্ন অংশ ও তারের নাম, বেহালা সুর করার নিয়ম।
বেহালা বাজাতে ধরার নিয়ম, প্রাথমিক ভাবে সারগাম বাজানোর নিয়ম, বাংলা নোটেশন লেখা ও তা দেখে বাজানোর নিয়ম।

স্বর, শুদ্ধ স্বরের চিহ্ন, বিকৃত স্বরের চিহ্ন, সুর ও সঙ্গীত সম্বন্ধে ধারণা। গ্রাম, অক্টেভ, শ্রুতি, আরোহন, অবরোহন, তান, মাত্রা, লয়, উদারা, মুদারা, তারা, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, বিভিন্ন ধারা বা তত্ত্বের প্রাথমিক জ্ঞান।
তাল এর প্রাথমিক ধারণা।

ব্যবহারিক: বেহালা ধরার নিয়মে প্রথমে ৪টি তারে ছড় বা ষ্টিক দিয়ে আলাদা ভাবে বাদন ও পরে নিয়ম অনুযায়ী সারগাম শিক্ষা।
স্বরলিপির ১নং হতে ৬০ নং সারগাম ও পাল্টা সারগাম শিক্ষা।
প্রত্যেকটি সারগাম তালে এবং সুরে অনুশীলণ (এর মধ্যে দাদরা, কাহারবা, তেওড়া, ঝাঁপতাল, ত্রিতাল থাকতে হবে।)

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls