বুলবুল ললিতকলা একাডেমী
বেহালা পাঠ্যক্রম
দ্বিতীয় বর্ষ:
তত্ত্বীয় : প্রথম বর্ষের পূর্ণ তত্ত্বীয় অনুশীলন।
বাদী, সমবাদী, বর্জিত স্বর সম্বন্ধে ধারণা।
৩টি ঠাটের পূর্ণ পরিচয়-(১) বিলাবল, (২) কল্যাণ ও (৩) ভৈরবী ।
আকার মাত্রিক স্বরলিপির শিক্ষা গ্রহণ ।
তালের জন্য প্রথম বর্ষের পূর্ণ অনুশীলণ।
ব্যবহারিক: প্রথম বর্ষের পূর্ণ অনুশীলন। ধীরে ধীরে মীর, গমক, গিটকিরি, ঝটকা পদ্ধতি শিক্ষা। বিকৃত স্বরে সারগাম অনুশীলন এবং স্বরলিপির ১নং থেকে ৬০ নং পর্যন্ত সারগাম অনুশীলন।
উপরোক্ত ৩টি ঠাটের প্রতিটির ঠাট রাগ ও তার সাথে আরও ২টি রাগ শিক্ষা।
() বিলাবল ঠাটের বিলাবল রাগ।
() কল্যাণ ঠাটের ইমন রাগ।
() ভৈরবী ঠাটের ভৈরবী রাগ
() দূর্গা
() ভূপালী
0 comments:
Post a Comment