চতুর্থ বর্ষ:
তত্ত্বীয়: প্রথম থেকে তৃতীয় বর্ষের তত্ত্বীয় পূর্ণ অনুশীলন।
তেহাই, ঠাঁট, ফাঁক, কম্পন, আলাপ, ঝালা সম্বন্ধে ধারণা।
অবশিষ্ট আরও তিনটি ঠাটের পূর্ণ পরিচয়:- (ক) টোড়ি (খ) পূরবী (গ) মারবা
এর সাথে আরও চারটি রাগের পরিচয়:- (ক) বাগেশ্রী (খ) বেহাগ (গ) বৃন্দাবনী সারঙ্গ (ঘ) দেশ।
তালের জন্য প্রথম হতে তৃতীয় বর্ষের পূর্ণ অনুশীলন এছাড়া বিলম্বিত ত্রিতাল ও একতাল শিক্ষা।
ব্যবহারিক: প্রথম হতে তৃতীয় বর্ষের পূর্ণ অনুশীলন। উপরোক্ত ৩টি ঠাটের প্রতিটির ঠাট রাগ ও তার সাথে আরও ৪টি রাগ শিক্ষা।
(ক) টোড়ি (খ) পূরবী (গ) মারবা (ঘ) বেহাগ (ঙ) বৃন্দাবনী সারঙ্গ (চ) দেশ (ছ) বাগেশ্রী
এই রাগগুলি বিলম্বিত ত্রিতাল ও একতালে অনুশীলন।
- Cords:
- 7th Cords-স গ প ন র্স।
- Magor Cords-স গ প র্স
- Minor Cords-স জ্ঞ প র্স
0 comments:
Post a Comment