বুলবুল ললিতকলা একাডেমী
বেহালা পাঠ্যক্রম
তৃতীয় বর্ষ:
তত্ত্বীয় : প্রথম ও দ্বিতীয় বর্ষের পূর্ণ তত্ত্বীয় অনুশীলন।
সরল রাগ, বক্র রাগ সম্বন্ধে ধারণা।
আরও ৪টি ঠাটের পূর্ণ পরিচয়: (ক) কাফি, (খ) ভৈরব বা ভায়রো, (গ) আসাবরী, ও (ঘ) খাম্বাজ
সাথে আরোও ৪টি রাগের পরিচয়:
(ক) মালকোষ, (খ) আহেবী ভায়রো, (গ) জৈনপুরী ও (ঘ) শিবরঞ্জনী
তালের জন্য প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পূর্ণ অনুশীলন ও বিলম্বিত ত্রিতাল শিক্ষা।
ব্যবহারিক: প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পূর্ণ অনুশীলন। উপরোক্ত ৪ টি ঠাটের প্রতিটির ঠাট রাগ ও তার সাথে আর ৪টি রাগ শিক্ষা।
(ক) কাফি (খ) ভৈরব বা ভায়রো (গ) আসাবরী (ঘ) খাম্বাজ (ঙ) মালকোষ (চ) আহেরী ভায়রো (ছ) জৈনপুরী (জ) শিবরঞ্জনী।
এই রাগগুলি বিলম্বিত ত্রিতালে অনুশীলন।
0 comments:
Post a Comment